সুরমার ঢেউ সংবাদ :: ব্রিটেনে আসমা মতিনের ‘লালপাথরের গল্প’ উপন্যাসের মোড়ক উন্মোচন হয়েছে। ব্রিকলেনস্থ ক্যাফে লিভিস্টায় ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। ডঃ আজিজুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি এতটাই সুশোভিত ছিলো যে অংশগ্রহণকারী কেউই সেদিনটির কথা কখনও ভুলার মত নয়। লেখিকা আসমা মতিন গুণীজনদের কাজকে ভীষণ শ্রদ্ধা করেন- সেটা হোক ছোট কিংবা বড় আয়োজন। তার কাছে সব কাজই মহা মূল্যবান। আর, যাঁরা বিশিষ্ট অতিথিগণ সেখানে উপস্থিত ছিলেন সকল গুণীজনেরা খুবই হাসিখুশি ও প্রাণবন্তো স্বভাবের ছিলেন। তাঁরা অনুষ্ঠানকে প্রানবন্তো করে তুলেছিলেন। এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিলো বাঙালি পাড়ার ক্যাফে লিভিস্টা এর রঁজত ছাদের নিচে। নানা রঙের মোহে উপস্থিত সবার মনও হয়ে উঠেছিলো রঙিন সঙ্গিন একাকার। মোড়ক উন্মোচন বিষয়ক আলোচনায় অংশ নেন ডঃ আজিজুল আম্বিয়া, আবুল রহমান, জেসমিন রহমান, নাজমা কুদ্দুস, ইমদাদুন খান, জেসি চৌধুরী, আব্দুল সত্তার, মোহাম্মদ নওয়াব আলী, মুসাইদ খান, গিয়াস উদ্দিন আহমদ, লাবিদ আহমদ, এনামুল হক চৌধুরী, খায়রুজ্জামান ও লালপাথরের গল্প উপন্যাসটির রচয়িতা আসমা মতিন।