একুশের বই মেলায় ‘সর্ষে ফুলে প্রজাপতি’ কবিতা সংকলনসহ ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

একুশের বই মেলায় ‘সর্ষে ফুলে প্রজাপতি’ কবিতা সংকলনসহ ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

সুরমার ঢেউ সংবাদ :: বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ’র সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহীদ সম্পাদিত ‘সর্ষে ফুলে প্রজাপতি’সহ ৪টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে এবারের একুশের বই মেলায়। এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনামূলক বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক ও প্রকাশক, কবি, সাংবাদিক ও চিত্রশিল্পী আবদুর রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক আলো, আলহাজ্ব ড. শরীফ সাকি, কবি ও ছড়াকার, সম্পাদক ও প্রকাশক মনজু খন্দকার এবং বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার রওনক আহমদ এনাম। মতামতমূলক বক্তব্য রাখেন দীপান্বিত পরিযায়ী কাব্যগ্রন্থের রচয়িতা কবি ফয়জুর রহমান, সূফী সাকী সংগীত গ্রন্থের লেখক এম এ জামান আহাছানুজ্জামান, নি:শব্দে নীরবে কাব্যগ্রন্থের রচয়িতা কবি মাহফুজা আখন্দ, সর্ষে ফুলে প্রজাপতি কাব্য সংকলন এর সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। এসময় কবি ও সংগঠক ফারুক জাহাঙ্গীর, কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য, মোঃ ওলীউর রহমান তাপাদার, মোঃ মিজানুর রহমান, আসজাদুর রহমান রাজীব, মোঃ শহীদুল ইসলাম প্রমুখ মোড়ক উন্মোচন মঞ্চে উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচিত বইগুলো হচ্ছে- বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী কবি ও ছড়াকার ফয়জুর রহমান এর ‘দীপান্বিত পরিযায়ী’ কাব্যগ্রন্থ, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সম্পাদিত ‘সর্ষে ফুলে প্রজাপতি’ কবিতা সংকলন, সূফী সাধক, কবি, সংগঠক ও মানবাধিকারকর্মী এম এ জামান আহাছানুজ্জামান ওরফে সূফী সাকী জাহাঙ্গীর এর ‘সূফী সাকী সংগীত’ এবং কবি, শিক্ষক ও জয়ীতা মাহফুজা আখন্দ এর ‘নিঃশব্দে নীরবে’ কাব্যগ্রন্থ।
মোড়ক উন্মোচিত বইগুলো প্রকাশ করেছে সিলেটের বুনন প্রকাশনী। বই মেলার নম্বর ১৩৩ স্টলে বইগুলো প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *