রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যেগে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যেগে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর উদ্যোগে উপজেলার সোনাপুর এলাকায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে ২৬ ডিসেম্বর মঙ্গলবার। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক তত্বাবধানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর বাংলাদেশ শাখার সভাপতি ছালিক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে শাখার সহ-সভাপতি আব্দুল মুকিত। বিশেষ অতিথি ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর সহ-সভাপতি ফরজান মিয়া ও সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাস। বক্তব্য রাখেন সোহেল আহমদ, রুহল আমিন, আকলু মিয়া, হারুন মিয়া, হাসিবুর রহমান, আতাউর রহমান প্রমুখ। ক্যাম্পে ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। ফ্রি চক্ষু শিবির থেকে ৪২ জন ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *