মৌলভীবাজার- ৩ আসনে ৪ লাখ ৫৬ হাজার ১৪৩ জন ভোটার

মৌলভীবাজার- ৩ আসনে ৪ লাখ ৫৬ হাজার ১৪৩ জন ভোটার

মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার- ৩ আসনে ৪ লাখ ৫৬ হাজার ১৪৩ জন ভোটার। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে মৌলভীবাজার-৩ আসনটি গঠিত হয় ১৯৮৪ সালে। এটি জাতীয় সংসদের ২৩৭ নং সংসদীয় আসন। এ আসনের আওতায় আছে ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়ন। আসনটিতে রয়েছে সংখ্যা ১৭৪টি স্থায়ী ভোটকেন্দ্র।
আসনটিতে ২০টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়ন রয়েছে মৌলভীবাজার সদরে এবং ৮টি ইউনিয়ন রয়েছে রাজনগর উপজেলায়। রাজনগরে ৮টি ইউনিয়নের ৬৫টি ভোটকেন্দ্রে রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন ভোটার সংখ্যা এবং মৌলভীবাজার সদরে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১০৯টি ভোটকেন্দ্রে রয়েছেন ২ লাখ ৭১ হাজার ৮০৫ জন ভোটার। মৌলভীবাজার সদর ও রাজনগর মিলে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৩১ হাজার ৭৫৭ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৩৮৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার- ৩ আসন থেকে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী রাজনগরের তরুণ শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্ধিতা করছেন আরও ৫ জন প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *