সিলেটের পুরোনো গ্যাসকূপ থেকে প্রতিদিন মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

সিলেটের পুরোনো গ্যাসকূপ থেকে প্রতিদিন মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

সুরমার ঢেউ সংবাদ :: সিলেটের একটি পুরোনো গ্যাসকূপে গ্যাসের সন্ধান মিলেছে।আগামী সপ্তাহ থেকে উত্তোলন শুরু হবে। এখান থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। উত্তোলনের পর এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ১৪ নভেম্বর মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। তিনি বলেন, ‘সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাশটিলা-২ নম্বর কূপ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। গত ২৭ জুলাই এই কূপ পুনরায় খনন শুরু হয়। খননের পর চলতি সপ্তাহে গ্যাসের সন্ধান পাওয়া যায়।’ প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক আরও বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনরায় খননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খননকাজ শেষ হওয়ার কথা। এতে ৬১৮ মিলিয়ন ঘনফুট উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট গ্যাসফিল্ডের ১৪টি কূপ খনন ও পুনরায় খননের কাজ চলছে। ১৪টি কূপের মধ্যে তিনটি থেকে গত বছর থেকে উৎপাদন শুরু হয়। এবার নতুন কূপটি থেকে উৎপাদন শুরু করবো আমরা।’ এই কূপ থেকে উৎপাদনে যেতে সপ্তাহখানেক সময় লাগবে সব প্রস্তুতি শেষ করে আগামী সপ্তাহ থেকে উত্তোলন শুরু হবে এবং জাতীয় গ্রিডলাইনে সরবরাহ করা হবে। প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতেকরে কিছুটা হলেও গ্যাস সংকট কমবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *