মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারি অধ্যক্ষ ইয়াসির আলীসহ শীর্ষ ৫ জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার শাহবন্দর এলাকার একটি বাড়িতে অনলাইন প্ল্যাটফরমে মরহুম মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর কর্মময় জীবনের ওপর আলোচনা করার সময় তাদেরকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত অন্যরা হলেন- সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি মোর্শেদ আহমদ চৌধুরী ও আরেক নেতা শাহাব উদ্দীন। জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। তারা বলেন- তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার, গণতন্ত্র হরণকারী এ সরকারের ফ্যাসিবাদীতার বহিঃপ্রকাশ। এদিকে ৫ নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল। সরকার অন্যায়ভাবে দমন-পীড়ন ও জুলুমের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করছে। নিজেরা পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এতে করে পুলিশের মতো একটি বাহিনী তার অতীত সুনাম হারিয়ে ফেলছে বলে আমরা মনে করি।