ছালেহ আহমদ সেলিম :: মৌলভীবাজারে ক্লাস-পরীক্ষা বর্জন করে অঅন্দোলনে ম্যাটস শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ বহালসহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের এ আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
২৪ অগাস্ট কোর্ট রোডস্থ হোয়ইট পার্ল কলেজের ম্যাটস মৌলভীবাজার ক্যাম্পাসে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। ১৮ অগাস্ট থেকে শুরু হওয়া আন্দোলনের এদিন ছিলো ৬ষ্ঠতম দিন। এদিন মৌলভীবাজার ম্যাটসের সাথে, ন্যাশনাল লাইফ কেয়ার ক্যাম্পাসের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন।
আন্দোলনকারীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যাটস শিক্ষার্থী বিকাশ মল্লিক জানান তাদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানা গেছে।