মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাঁধা

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাঁধা

সুরমার ঢেউ সংবাদ :: অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ২৫ আগস্ট। সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি এড. মকবুল হোসেনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর পরিচালনায় মৌলভীবাজার শহরের চৌমোহনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত ও সিপিবি’র জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর জয়েস। সমাবেশে বক্তারা গতকাল ২৪ আগস্ট মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা সদরের বাজারে সমাবেশ চলাকালে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশ পরবর্তী মিছিল শুরুর প্রাক্কালে পুলিশ বাঁধা প্রদান করে। পুলিশী বাধা অতিক্রম করে মিছিলটি কিছুদূর অগ্রসর হলে পুনরায় পুলিশ বাধা দিয়ে মিছিলটি বন্ধ করে দেয়। বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *