সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আমাদেরকে জানতে হবে সফলতার মাপকাঠি কী ? পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়াই সফলতার একমাত্র মাপকাঠি নয়। পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও অনেকে জীবনে সফলতার স্বাক্ষর রাখতে অক্ষম হয়ে পড়ে। সফল হতে হলে আমাদেরকে মহানবীর আদর্শে জীবনকে সাজাতে হবে। এক্ষেত্রে আকিদা ও আমল সংশোধন করার জন্য তালামীযে ইসলামিয়া একটি অনুপম কাফেলা। তালামীযে ইসলামিয়া হচ্ছে আউলিয়ায়ে কিরামের দুআয় ধন্য এক মকবূল সংগঠন এবং এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, পথ পরিক্রমা সুস্পষ্ট। বর্তমান সময়ে অনেক অখ্যাত ও বিভ্রান্ত মতবাদের মানুষ আমাদের তরুণদেরকে বিপথে পরিচালিত করতে তৎপর। যে কারণে মিডিয়ায় আমরা দেখি, জঙ্গীবাদের অভিযোগ থেকে বাঁচার জন্য, অভিভাবকরা তার সন্তান ধর্মচর্চার ধারে কাছে নেই বলে ঘোষণা করছে। আমাদেরকে সত্যের পক্ষে ও জুলুমের বিপক্ষে সোচ্চার থাকতে হবে। তিনি হাদীসে রাসূলের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, সেই ভালো মুসলিম, যে অহেতুক কাজ ছেড়ে দেয়। তাই আমাদেরকে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারে অহেতুক সময় ব্যয় না করে সৃজনশীল কাজে সময় ব্যয় করতে হবে। ইন্টারনেট ব্যবহার যে আজকে একটি মহামারীতে পরিণত হয়েছে, এটা শুধু আমরা বলছি না, সকল চিন্তাশীল মানুষই এ বিষয়ে একমত।
১৯ আগস্ট শনিবার বাদ জোহর সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তালামীযে ইসলামিয়া বরাবর মেধাবীদের উৎসাহ প্রদান করে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে দেশের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আপনাদের মাঝেই আমরা আগামীর সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত সুনাগরিকদের বাংলাদেশের স্বপ্ন দেখি। সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হেদায়াতুল্লাহ আল হাদী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন ও কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মারুফ আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নূর হোসেন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন আহমদ, সিলেট (পূর্ব) জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান ও শাবিপ্রবির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নায়ীম।
শাখা সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট (পশ্চিম) জেলার সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাহবুব হাসান চৌধুরী সামাদ, সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল মুকিত, মাওলানা ইমরান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি এম শামছ উদ্দিন, আতিকুল ইসলাম রেদওয়ান, সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুর রহমান, মো. আফজল হোসেন, প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, সুনামগঞ্জ জেলার অফিস সম্পাদক আবু সুফিয়ান, শাবিপ্রবির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ, শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, সদস্য- জায়েদুল ইসলাম, এস এম জাকারিয়া আহমদ, নাইম আহমদ, দিলোয়ার হোসেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ সভাপতি দুলাল আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি জুবায়ের আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ১৬নং ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ, ২০নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, ২১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মুনতাসির খান, ২২নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ২৪নং ওয়ার্ড সভাপতি ইমাম উদ্দিন মানিক, ৩৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাফিজ ইমন, কুলাউড়া উপজেলার সহ-সভাপতি শামছুল ইসলাম, মুরারিচাঁদ কলেজ (এমসি) শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ওমর, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মদনমোহন কলেজ সাধারণ সম্পাদক মো. আব্দুল মুনিম, ২৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এস এম আলী আহমদ, ২৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ২৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আরকান খান মোহন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমূখ।