উত্তম আখলাক গঠনই জ্ঞানার্জনের মূল লক্ষ্য–মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

উত্তম আখলাক গঠনই জ্ঞানার্জনের মূল লক্ষ্য–মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, লেখাপড়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো নিজেকে একজন সৎ চরিত্রবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। শিষ্টাচার একজন মানুষের গুরুত্বপূর্ণ গুণ। পড়াশোনার পাশাপাশি এই বিশেষ গুণার্জনে আমাদের মনোযোগী হতে হবে। আমরা আদব ও আখলাক কোথা থেকে শিখবো? আখলাকে হাসানাহ শিক্ষার জন্য আমাদের নবীর জীবনাদর্শ যথেষ্ট, অন্য কারো জীবন তালাশ করতে হবে না।
তিনি হাদীসে রাসূলের উদ্ধৃতি দিয়ে বলেন- নবী (সা.) ইরশাদ করেন- আমি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য প্রেরিত হয়েছি। আমাদের নবীর জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে আমাদের জন্য শিক্ষা। রাসূল (সা.) এর সাথে যখন কেউ মুসাহাফা করতেন, নবীজি কখনো নিজের হাত গুটিয়ে নিতেন না যতক্ষণ না মুসাহাফাকারী তাঁর হাত গুটিয়ে নিতেন। নবীজি ছোটদের স্নেহ করে মাথায় হাত বুলাতেন। নবীজির জীবনের আদর্শ সম্পর্কে আমাদের জানতে হবে। সেই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ধাপে ফুটিয়ে তুলতে হবে। উত্তম আখলাক গঠনই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য। ১৯ আগস্ট শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সালেহ আহমদ, উপজেলা জমিয়তুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী, উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা ক্বারী সোসাইটি সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী, উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ এর ৮নং ওয়ার্ডের সদস্য শেখ আব্দুল করিম, মৈশাষী অষ্টগ্রাম উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামাল আহমদ, সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক ছায়েম ইবনে খায়ের ও সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাব।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর সাধারণ সম্পাদক জহি উদ্দীন চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক হাফিয আবুল কালাম, চান্দাইরপাড়া ফাযিল মাদরাসার সভাপতি মিজানুর রহমান, উপজেলা আল ইসলাহ সদস্য হাফিয সাইদুল ইসলাম, শাহজালাল ট্রেনিং একাডেমির পরিচালক শেখ জুয়েল রানা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল কুদ্দুস বেগ।

উপস্থিত ছিলেন- শাখা সহ-সভাপতি জাকির খাঁন, আফছার আলী, সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, রেদোয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারুফ জায়গীরদার, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিজান আহমদ, শাখার প্রচার সম্পাদক আখতারুজ্জামান, সহ-প্রচার সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক সালমান হোসাইন, বালাগঞ্জ সরকারী কলেজ’র সহ-সাংগঠনিক সম্পাদক শেখ এমরান হোসেন, অফিস সম্পাদক রুহেল আহমদ, বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি জোবায়ের আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি জুবেল আহমদ, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর আহমদ, বোয়ালজুর ইউনিয়ন শাখার সভাপতি আবদুল আউয়াল শিমু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বোয়ালজুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ,পশ্চিম গৌরিপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *