এম রাজু আহমেদ: মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিতে জুড়ী উপজেলার ১২ জন নেতা বিভিন্ন পদে স্থান পেয়েছেন। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি কামাল হোসেনকে সভাপতি এবং শেখ মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩৬ সদস্যের জেলা কমিটির অনুমোদন দিয়েছেন।
অনুমোদিত জেলা জাতীয় পার্টির কমিটিতে স্থান পাওয়া নেতাগণ হলেন- সহ-সভাপতি পদে আব্দুল মালিক সাচ্চু, সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আল আমিন আহমদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে বদরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আল আমিন তালুকদার, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, আনোয়ার হোসেন আনু, সুরমান আহমদ চৌধুরী, নাজেল আহমদ, আব্দুর রাজ্জাক, সফর আলী, হেলাল উদ্দীন ও মোক্তাদির আলী।