ঝালকাঠিতে ১৭ প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ঝালকাঠিতে ১৭ প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

সুরমার ঢেউ সংবাদ :: ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ যাত্রীর মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকালে গাজীপুর থেকে মোহন খান নামের ৪০ বছর বয়সী ওই চালককে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে গত সোমবার ওই বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকেও র‌্যাব গ্রেপ্তার করে। গত ২২শে জুলাই সকাল ৯টার দিকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ১৭ যাত্রীর প্রাণ যায়। আহত হন আরও অন্তত ৩৫ জন। ঘটনার পরপরই চালক, চালকের সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান।এ ঘটনায় ২৩ জুলাই রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে চালকসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *