সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩ ও আহত ৩০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩ ও আহত ৩০

সুরমার ঢেউ নংবাদ :: মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ১০ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০)এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়্ (৫৫)। শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- গত ৯ জুলাই রবিবার বিকালে গ্রামের মসজিদের কাটাল নিলাম নিয়ে সরাই মোরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১০ জুলাই সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুইপক্ষের লোকেরা দেশীয় দাড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মোরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এসময় উভয়পক্ষের ৩০ জন গুরুতর জখমসহ আহত হয়েছেন বলে জানা যায়।
অপরদিকে, মালদার গোষ্ঠির শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *