ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে এতিমদেরকে নিয়ে নিজ বিয়ের আসরে আসলেন কনে। শুধু তাই নয়, নিজের বিয়ের আসরে প্রথম ছবিটা তুললেন এতিমদের সাথে। আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দের সাথে প্রথম ব্যাচে বিশেষ মর্যাদায় আপ্যায়নও করালেন এতিমদেরকে। এমনই একটি ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গত ১৬ জুন শুক্রবার শহরের এম সাইফুর রহমান রোডের একটি রেষ্টুরেন্টে এ ব্যতিক্রমী এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কনের নাম সাজিয়া আক্তার। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা বাগানের বিদ্যুৎ টেকনিশিয়ান মোঃ কিসমত আলীর দ্বিতীয় কন্যা। মা মোছাঃ জহুরা বেগম গৃহিনী। সাজিয়া আক্তার ২০২০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মৌলভীবাজার সরকারী কলেজ থেকে ইংলিশে অনার্স সম্পন্ন করেছেন। এছাড়াও বিভিন্ন স্কিল ডেভলাপমেন্ট কোর্স সম্পন্ন করেছেন তিনি। তার বরের নাম সৈয়দ নাহিদ আলী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নস্থিত আমতৈল গ্রামের সৈয়দ ফারুক আলীর একমাত্র পুত্র। মা শাহানা জায়গীরদার গৃহিনী। সৈয়দ নাহিদ আলী ২০১৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মৌলভীবাজার সরকারী কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স সম্পন্ন করেছেন। তিনিও বিভিন্ন স্কিল ডেভলাপমেন্ট কোর্স সম্পন্ন করেছেন। বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বর ও কনে দুজনেই শিক্ষার্জন অব্যাহত রাখবেন এবং দুজনেই উচ্চশিক্ষা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া/আশীর্বাদ কামনা করেছেন।
ব্যতিক্রমী এ বিয়ের অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরমেয়র মোঃ ফজলুর রহমান, জেলার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ. ই. সরকার জবলু, লংলা চা বাগানের কর্মকর্তাবৃন্দ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্নীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।