সেমিফাইনালে ওঠায় ফুটবলারদেরকে ৫০ লাখ টাকা বোনাস দিচ্ছে বাফুফে, ফাইনালে উঠলে আরও ৫০ লাখ

সেমিফাইনালে ওঠায় ফুটবলারদেরকে ৫০ লাখ টাকা বোনাস দিচ্ছে বাফুফে, ফাইনালে উঠলে আরও ৫০ লাখ

সুরমার ঢেউ সংবাদ :: সেমিফাইনালে ওঠায় ফুটবলারদেরকে ৫০ লাখ টাকা বোনাস দিচ্ছে বাফুফে, ফাইনালে উঠলে আরও ৫০ লাখ টাকা দেয়া হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে প্রশ্নটা আগেই করে রেখেছিলেন, সেমিফাইনালে যেতে পারলে কত টাকা বোনাস দেবেন ?’ বাফুফে সভাপতি বড় কিছুর আশ্বাস দিয়েছিলেন। কাজী সালাউদ্দিনের কথা আর কাজের মিল পাওয়া গেল। ২৮ জুন বুধবার ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর বাংলাদেশ গেছে সাফ ফুটবলের সেমিফাইনালে। তাতে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। লক্ষ্য পূরণ হওয়ায় বাফুফে ৫০ লাখ টাকা বোনাস দিচ্ছে ফুটবলারদেরকে।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমে বলেছেন- ‘প্রেসিডেন্ট ভুটানের ম্যাচের আগেই বলেছিলেন, সেমিফাইনালে যেতে পারলে খেলোয়াড়রা ৫০ লাখ টাকা বোনাস পাবেন। এখন সেটাই তাদের দেয়া হবে। শুধু সেমিফাইনাল নয়, কুয়েতকে হারিয়ে ফাইনালে যেতে পারলে ফুটবলারদের জন্য আরও ৫০ লাখ টাকা বোনাস প্রস্তুত আছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সেরা চারে উঠে গোটা দল এখন রোমাঞ্চিত। মাঠে ধারাবাহিক ফুটবল খেলায়, গোল করায় নিজেদের ওপর আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে গোটা দল। পারফরম্যান্সের এ ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে চায় কুয়েতের বিপক্ষেও। বেঙ্গালুরুতে গতকাল ঈদ পালন করেছেন ফুটবলররা। সকালে নামাজ পড়ে তারা চলে যান পায়েস সেমাই খেতে- যা বিশেষভাবে আয়োজন করেছিল টিম হোটেল কর্তৃপক্ষ। তবে, ঈদের দিনে ছুটি পাননি তারা। মাঠে নামতে না হলেও টিম হোটেলে সুইমিং ও জিম করে কাটিয়েছেন। আগামীকাল শনিবার বিকেল ৪টায় বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ কুয়েত। প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলছে র‌্যাংকিংয়ে ১৪১তম স্থানে থাকা কুয়েত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *