সুরমার ঢেউ সংবাদ :: সিলেটের বিশ্বনাথ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে ২২ জুন বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বৈষ্ণব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর টেকনিক্যাল অফিসার ডা. অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, গাইনি বিশেষজ্ঞ ডা. অর্পতা ভট্টাচার্য, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা: হাবিবা বেগম, সিআইপিআরবি জেলা সমন্বয়কারী শারমিন আক্তার, রিনা আক্তার সহ মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ উপস্থিতি ছিলেন।
মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা কাযর্ক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন সিআইপিআরবি’র প্রজনন ও শিশু বিভাগের টিম লিডার ডাঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ। সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমানের পরিচালনায় সভায় বিশ্বনাথ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে উপজেলাকে ফিস্টুলামুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে মাসিক সমন্বয় সভায় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে বার্তা প্রদান করা হবে। তাছাড়া, স্বাস্থ্যকর্মীগণ ফিস্টুলা বিষয়ক তথ্য মাসিকভিত্তিতে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টে জমা করবেন বলে জানানো হয়েছে। এছাড়া, সভায় ইউনিয়ন ভিত্তিক রোগীর লক্ষ্যমাত্রাও জানানো হয়েছে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এর কার্যকর সমন্বয় ও যোগাযোগের মাধ্যমে কাজ করলে, মাঠ পর্যায়ের রোগীগুলোকে সেবার আওতাভূক্ত করা সহজতর হবে।