মৌলভীবাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বাপুস’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বাপুস’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদে’ বাপুস (বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি) এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ১২ জুন সোমবার সকাল সাড়ে ১১টায়। মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাপুস, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জোবের আহমদ বলেন- বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নিয়মানুযায়ী, নীতিমালা ভঙ্গের দায়ে ইসলামীয়া লাইব্রেরীকে জরিমানা করা হয়। এ ঘটনায় গত ২৪ জানুয়ারী ২০২৩ সালে দু’একটি গণমাধ্যমে “মৌলভীবাজারে কমদামে বই বিক্রি করায় পুস্তক ব্যবসায়ীদেরকে জরিমানা” শিরোনামে সংবাদ প্রচার হয়- যা মৌলভীবাজারের সকল পুস্তক ব্যবসায়ীদের জন্য খুবই বিব্রতকর। সম্প্রতি দু’একটি গণমাধ্যমে একই সংবাদকে ভিন্নরুপে আবারও উপস্থাপন করার বিষয়টি আমাদের নজরে এসেছে। বাপুস’র কোন বক্তব্য না নিয়ে একপক্ষের কথার ভিত্তিতে সংবাদ পরিবেশন করায় তা একতরফা সংবাদে পরিনত হয়েছে। যতদূর জানি তা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থি। পুস্তক বিক্রেতা ও বাপুস’র সাবেক নেতা ইসলামীয়া লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী সালেহ আহমদ যোবের সংবাদকর্মীকে ভুল তথ্য পরিবেশন ও প্ররোচিত করে এ বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন- যা বাপুস’র জন্য লজ্জাজনক ও অপমানজনক। যে ব্যক্তি দীর্ঘদিন বাপুস’র গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সে ব্যক্তি কি করে এ সংগঠনকে ‘সিন্ডিকেট সংগঠন’ বলে আখ্যায়িত করলেন তা আমার জানা নেই। বাপুস’র গত নির্বাচনে লজ্জাজনকভাবে হেরে যাবার পর থেকে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাপুস’র নামে কুৎসা রটাচ্ছেন- যা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের এ ব্যবসা সুন্দরভাবে পরিচালিত করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আমাদের ব্যাপারে কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার যাতে না হয় এ ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি। বিগত দিনে দু’একটি গণমাধ্যমে প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *