জাতির মানসিকতা পরিবর্তনে কাজ করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব —-মৌলভীবাজারে পরিকল্পনা মন্ত্রী

জাতির মানসিকতা পরিবর্তনে কাজ করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব —-মৌলভীবাজারে পরিকল্পনা মন্ত্রী

সুরমার ঢেউ সংবাদ  :: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বৈশ্বিক কারণে সারা দুনিয়ায় টালমাটাল চলছে। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোন ব্যাপার নয়। আমরা স্বাস্থ্যবান আছি। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সে পর্যায়ে নাই। এজন্যই আপনারা মাঝে মাঝে ফিল করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এ গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারবো। আরো অনেক কাজ বাকি আছে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে ও ইউকে প্রবাসী মকিস মনসুরের সঞ্চালনায় শহরের রেস্ট ইন হোটেলের সভাকক্ষে ২৪ মে বুধবার সকালে মৌলভীবাজারে অনুষ্ঠিত “মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মার্কিনীরা এদেশ চালায় না। কেন মার্কিনীদের কথা উঠছে ? মার্কিনীরা, চীন, জামার্নী, রাশিয়াসহ কত দেশ আছে। তারা আমাদের বন্ধু। তারা কি দেশ চালায় ? আমি যখন ভূখা থাকি তখন তারা কি ভূখা থাকে ? আমাদের এখানে যখন ঝড় হয় তখন আমাদের বাড়িঘর ভাঙ্গে। মার্কিনীদেরতো বাড়িঘর ভাঙ্গেনা। শুধু মার্কিনীরা বলছে বা অমুকে বলছে এটা গ্রহণযোগ্য বিষয় নয়। অথচ ওই বিদেশীদের পিছনেইতো সবাই দৌঁড়ায়।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে কেন ? আমরাও চাই সুন্দর নির্বাচন, আমরা খেলছি, আমরা সুন্দর খেলা চাই, কিন্তু, ভিন্নপক্ষ যদি না খেলে বাহিরে ফাউল কওে, তাহলে কিভাবে সুন্দর খেলা হবে। একপক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা যায়না, সকলে মিলেই রক্ষা করতে হয়। শুধু ক্ষমতায় যাবাার জন্য রাজনীতি নয়। জাতির মানসিকতা পরিবর্তনে কাজ করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সেগুলো বিবেচনায় রেখে যারাই এ খেলায় আসবেন সবাইকে সহিষ্ণু হতে হবে।
বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের চাহিদা বেশী ও যোগান কম থাকায় বাজারে দ্রব্যমূল্য বেড়েছে। বাংলাদেশ এখন বর্ধিষ্ণু দেশ। যেখানে দেশের মানুষের আয় প্রতিনিয়তই বাড়ছে। সবাই এখন ভাল খেতে চায় বলেই দাম বেড়েছে। দেশের শান্তি বজায় না রাখলে বাজারে প্রয়োজনীয় দ্রব্যাদি ঢুকতে ও বাহির হতে সমস্যা হলে মূল্যস্ফিতি আরও বাড়বে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, হাওরের জলাভূমিতে চড়ে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচলে বাধাগ্রস্থ হয়। এতে পানি বাড়ি ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে। মন্ত্রী বলেন, মনু নদী একসময় ছিল দুঃখ। এখন আর এ দুঃখ থাকবে না। মনু নদীর দুইপাড়ে বাঁধ নির্মান হয়ে যাবে। সেমিনারে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যাল, কৃষি বিশ্ব বিদ্যালয়, শমসেরনগর বিমানবন্দর চালু, মনুনদীতে বিকল্প সেতু নির্মনসহ ১০ দফা লিখিত দাবি মন্ত্রীর কাছে তুলে ধরে স্মারকলিপি দেয়া হলে, মন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বস দেন।
মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, মনু নদীর প্রতিরক্ষা বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ডের যে এক হাজার কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পের ডিও লেটারটা আমি দিয়েছিলাম। এরপর এক হাজার কোটি টাকা বরাদ্দ আসে। সেই ডিও লেটারটা ফেইসবুকে দিয়েছি। আপনারা হয়তো দেখেছেন। আমি চেষ্টা করি মৌলভীবাজারের মানুষের জন্য কিছু করার।
সংসদ সদস্য নেছার আহমদ তার বক্তব্যে বলেন, আমাদের জেলার যে উন্নয়ন সেটার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া উচিত, আওয়ামীলীগ সরকারকে ধন্যবাদ দেয়া উচিত। সেইটুকু বলে আমাদের দাবিগুলো বললে প্রধানমন্ত্রী খুশি হতেন। এখানে পরিকল্পনামন্ত্রী আছেন, উনার হাত ধরেই মনু নদীর এক হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। আমি কোনদিন ‘আমি’ বলিনাই, আসলে আমি একা কাজ করি না। আমরা সবাই করি। আমি এই দিয়েছি, সেই দিয়েছি এটা কোন ভাষা না। এটা রাজনৈতিক ভাষা, না বক্তৃতার ভাষা ? ভাষা হলো, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করেছি। একা কেউ কাজ করতে পারে না। আজকে সকালেও আমরা সারা সিলেট বিভাগের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দিয়েছি।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার ও হবিগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরমেয়র মোঃ ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়মীলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ এম এ রহিম সিআইপি, জেলা আওয়ামীলীগৈর সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কাতার প্রবাসী শেখ ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আহমদ প্রমুখ। সেমিনারে সাংবাদিকবৃন্দ, তাদের সহকারীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেমিনারটির আয়োজন করেছিলো “মৌলভীবাজারে সরকারী মেডিকেল কলেজ ও পালিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপ”।
সেমিনার শেষে মন্ত্রী মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে দুইদিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবন দেখে মন্ত্রী তাদেরকে উৎসাহিত করেন। এরপর পরিকল্পনা মন্ত্রী স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা অফিস পরিদর্শন করেন এবং উপদেষ্টা সম্পাদক, সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *