মৌলভীবাজারে সিটি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার ও ডাঃ রাসেল’র বিরুদ্ধে অভিযোগ

মৌলভীবাজারে সিটি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার ও ডাঃ রাসেল’র বিরুদ্ধে অভিযোগ

শ. ই. সরকার জবলু :: মৌলভীবাজারে সিটি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার ও ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মারুফ (রাসেল) এর বিরুদ্ধে অমানবিক ও অবৈধ কর্মকান্ডের অভিযোগ করেছেন একজন বয়স্ক মহিলা রোগীর ছেলে। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও মৌলভীবাজরের জেলা প্রশাসক বরাবর অনুলিপি সহকারে গত ১৩ এপ্রিল মৌলভীবাজারের সিভিল সার্জন বরাবর মৌলভীবাজার সদও উপজেলার খালশপুর গ্রামের গণমাধ্যম কর্মী এম এ কাইয়ুম সুলতানের দায়েরী অভিযোগে প্রকাশ- তার বয়স্ক মায়ের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য গত ২০ মার্চ ২০২৩ইং সোমবার মৌলভীবাজার শহরের সিটি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারে ৬০০ টাকা ভিজিট দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মারুফ (রাসেল) এর সাথে সাক্ষাৎ করলে তিনি কিছু টেস্টসহ চিকিৎসাপত্র দেন। কাইয়ুম তাৎক্ষণিক সেখানেই সকল টেস্ট করান এবং রিপোর্টের জন্য অপেক্ষা করেন। কিছুসময় পরে সেন্টারের রিসিপশনিস্ট ‘রিপোর্ট পরদিন দেয়া হবে’ জানিয়ে তাদেরকে বাসায় চলে যেতে বলেন। এসময় কাইয়ুম ৩১ মার্চ শুক্রবার রিপোর্ট দেখানো যাবে কিনা জানতে চাইলে একজন কর্মচারী জানায়- ওইদিন রোগীর অনেক চাপ আছে, আপনি পরের দিন আসেন। সে অনুযায়ী কাইয়ুম ১ এপ্রিল শনিবার তার বন্ধু পলাশকে সাথে নিয়ে রিপোর্ট দেখাতে ডাক্তারের গেলে এটেন্ডেন্ট তাকে পুণরায় ৬০০ টাকা দিয়ে সিরিয়াল নিয়ে রিপোর্ট দেখাতে বলে। রিপোর্ট দেখানোর জন্য আবার ৬০০ টাকা দিয়ে সিরিয়াল নিতে হবে কেন জানতে চাইলে এটেন্ডেন্ট বলে এটা স্যারের নির্দেশ। রোগী দেখানোর ৭ দিনের মধ্যে রিপোর্ট না দেখালে পুণরায় টাকা দিয়ে সিরিয়াল নিয়ে রিপোর্ট দেখাতে হবে। এসময় কাইয়ুম ডাক্তারের সাথে কথা বলতে চাইলে এটেন্ডেন্ট কোনোভাবেই তাকে দেখা করতে দেয়নি। সে বলে- এতে ডাক্তার তাকে গালমন্দ করবেন এবং তার চাকরি চলে যাবে। তাই, পুণরায় ৬০০ টাকা দিয়ে সিরিয়াল নিয়ে না আসলে রিপোর্ট দেখানো যাবেনা বলে জানায় সে। পরে খোঁজ নিয়ে কাইয়ুম জানতে পারেন- রোগী দেখার ৭ দিনের মধ্যে রিপোর্ট না দেখালে পুণরায় ৬০০ টাকা দিয়ে সিরিয়াল না নিলে ওই ডাক্তার রিপোর্ট দেখেননা। এটা নাকি তার সিস্টেম। শুধু তাই নয়, সিটি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারে ওই ডাক্তারের সিরিয়াল নিতে গেলে ৩০০ টাকা অগ্রিম দিয়ে সিরিয়াল নিতে হয় এবং রোগী দেখানোর আগে অবশিষ্ট ৩০০ টাকা পরিশোধ করতে হয়। কোন কারণে ঐদিন সিরিয়াল অনুযায়ী রোগী না দেখালে ওই ৩০০ টাকা অফেরৎযোগ্য হয়ে যায়। অর্থাৎ সিরিয়াল অনুযায়ী রোগী দেখাতে ব্যর্থ হলে পরবর্তীতে রোগী দেখানোর জন্য পুরো ভিজিট ৬০০ টাকাই দিতে হয়। এমতাবস্থায়, সিটি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার এবং ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মারুফ (রাসেল) এর এহেন অনিয়ম ও অমানবিক কর্মকান্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *