সুরমার ঢেউ সংবাদ :: ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী (ইউকেবিসিসিআই) এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিজনেস সামিটে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ সফর করেছেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী (এফবিসিসিআই) আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট গত ১১ মার্চ শনিবার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ থেকে ১৩ মার্চ তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ বিজনেস সামিটে ইউকেবিসিসিআই’র প্রতিনিধি দল ছাড়াও বিশ্বের ১৯টি দেশের সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহন করে। বিজনেস সামিটের সমাপনী দিনে ওষুধশিল্প, গাড়িশিল্প, পর্যটনশিল্পসহ নানা খাতের বাণিজ্য সম্ভাবনা নিয়ে মোট ৮টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিজনেস সামিটে অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, পোশাক, ওষুধ, গাড়ি, কৃষি ও পর্যটনশিল্পসহ বিভিন্ন খাতে ১০ হাজার কোটি ডলার বা ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তবে, বিনিয়োগ আনতে হলে সরকারি সেবা সহজ করতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ইউকেবিসিসিআই’র প্রতিনিধি দলটি বিজনেস সামিটে যোগদান ছাড়াও বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সাথে সৌজন্যসাক্ষাত করেন।
এছাড়া, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেপেলপমেন্ট অথরিটি (বিডা), ঢাকা চেম্বার অব কমার্স, সিলেট চেম্বার অব কমার্স ও সিলেট সিটি করপোরেশনের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দল।
ঢাকা চেম্বার অব কমার্সের আমন্ত্রণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেম্বারের প্রেসিডন্ট মোহাম্মদ সামীর সাত্তার ছাড়াও উপস্তিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডন্ট এস এম গোলাম ফারুক আলমগীর, ভাইস প্রেসিডন্ট মোহাম্মদ জুনাইদ ইবনা আলী, সেক্রেটারী জেনারেল আশরাফুল আরেফিন এবং এডিশনাল জয়েন্ট সেক্রেটারী এ এইচ এম মনিরুজ্জামান।
সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডন্ট তাহমিন আহমেদ এর আমন্ত্রণে মতবিনিময় সভা এবং সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ্য থাকায় প্যানেল মেয়র মোহাম্মদ তৌফিক বক্স এর আমন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় একইদিন ১৮ মার্চ।
মতবিনিময় সভায় বক্তারা যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রবাসী ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তোলার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন- যা তারা যুক্তরাজ্যে ফিরে ব্যবসায়ীদেরকে অবহিত করতে পারবেন।
ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এম.জি মৌলা মিয়া (এফআরএসএ) এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ (ওবিই), সাবেক প্রেসিডন্ট নাজমুল ইসলাম নুরু, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ফাইন্যান্স ডাইরেক্টর কামরু আলী, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ডাইরেক্টর রহিমা মিয়া, সাবেক আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ডাইরেক্টর আজাদ আলী, ইউকেবিসিসিআই কর্পোরেট মেম্বার আব্দুল হান্নান তরফদার, মেম্বার শামীমুর রহমান বাশার, নজরুল ইসলাম, আব্দুল আহাদ, রন্জু মিয়া ও আনামুল হক।