মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত

মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত

ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে ১৫ মার্চ বুধবার।
“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয় এবং পরর্বতীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফীকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা (সার্বিক) প্রভাংশু সোম মহান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণানী পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মলি আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা প্রমূখ ছাড়াও, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন কংগ্রেসে ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ভোক্তার ৪টি অধিকার সম্বন্ধে তিনি আলোকপাত করেন। এগুলো হলো- নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। ১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত ৪টি মৌলিক অধিকারকে আরও জোরদার করে অতিরিক্ত আরও ৮টি মৌলিক অধিকার সংযুক্ত করে। ১৯৮৩ সাল থেকে প্রতিবছর এ দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে ঐতিহাসিক এ দিনটির স্মরণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *