সুরমার ঢেউ সংবাদ :: মিস ওয়েলস হতে চান ব্রিটিশ বাংলাদেশি মহিমা হাসনা হোসেইন। ২২ বছর বয়সী মহিমা পেশায় মানসিক স্বাস্থ্যসেবার নার্স। তিনি ইতোমধ্যেই মিস ওয়েলস ২০২৩ এর ফাইনালিস্ট নির্বাচিত হয়েছেন।
প্রতিবছর ৩ দিনের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হয়। বিভিন্ন দাতব্য ইভেন্ট এবং একটি ক্যাটওয়াক শো শেষে প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ী প্রতিযোগী মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণের সুযোগ পান। বাংলাদেশি মা-বাবার সন্তান মহিমা ওয়েলশ, ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী। ওয়েলসে বর্ণবাদের অভিজ্ঞতার মুখোমুখি হযার কথাও জানিয়েছেন তিনি। মহিমা হাসনা হোসেইন বলেন- একটি ছোট শহরে একটি জাতিগত সংখ্যালঘু বা বাংলাদেশি কমিউনিটির সন্তান হিসেবে বেড়ে উঠা আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওয়েলস থেকে আমি শিখেছি কীভাবে বর্ণবাদ মানুষের মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে। জানতে পেরেছি বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জাতিসত্তার মানুষের সঙ্গে কীভাবে জীবনকে উদযাপন করা যায় এবং কমিউনিটিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা যায়। আপাততঃ তার লক্ষ্য মিস ওয়েলসের আস্থার বার্তা সর্বত্র ছড়িয়ে দেয়া। মিস ওয়েলস ২০২৩-এর ফাইনাল এ বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে কার্ডিফের হল্যান্ড হাউস হোটেল এবং নিউপোর্টের রিভারফ্রন্টে।