রাজনগর উপজেলায় পুষ্পস্তবক অর্পনকালে জুতা পায়ে শহীদ বেদীতে দুই যুবদল নেতা

রাজনগর উপজেলায় পুষ্পস্তবক অর্পনকালে জুতা পায়ে শহীদ বেদীতে দুই যুবদল নেতা

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মহান ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পনকালে জুতা পায়ে শহীদ বেদীতে উঠেছেন দুই যুবদল নেতা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। মহান ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৮ই ফাল্গুন মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের নেতৃত্বে রাজনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনকালে জেলা যুবদল সহ-সম্পাদক ও পাঁচগাঁও ইউপি’র সাবেক মেম্বার শাহীন আহমদ এবং ফতেপুর ইউনিয়ন যুবদল সদস্যসচিব ফয়ছল আহমদ এ ঘটনা ঘটায়।
রাজনগর উপজেলায় ভাষা শহীদদের স্মরণে ৮ই ফাল্গুন রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, পুলিশ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, রাজনগর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক জুসেফ খান ও সদস্যসচিব মো. রুকন আহমদের নেতৃত্বে যুবদল নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে একাধিক যুবদল নেতা পুষ্পস্তবক অর্পনের ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে যুবদল নেতা শাহীন আহমদ ও ফয়ছল আহমদকে জুতা পায়ে শহীদ বেদির উপর দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ চলছে এখনও। উপজেলা যুবদল সদস্যসচিব মো. রুকন আহমদ বলেন- দুজন জুতা পায়ে শহীদ বেদিতে উঠার বিষয়টি প্রথমে নজরে আসেনি, পরে ছবিতে দেখেছি। এটা ভুলবশতঃ হয়ে থাকতে পারে। তবুও, আমরা তাদেরকে সতর্ক ও অধীনস্থ শাখার নেতাকে শোকজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *