মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণ ও তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণ ও তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ইশরাত জাহান চৌধুরী :: মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণ ও তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার। বর্ণাঢ্য আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৫টায় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। সন্ধ্যা সাড়ে ৬টায় লাল মুরগের ঝুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ ফেব্রুয়ারী থেকে ৩রা মার্চ পর্যন্ত ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ প্রতি জেলায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শনের ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কনফারেন্স রুমে প্রতিদিন বিকেল ৫টায় চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ১৫ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব উপভোগের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানান জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার জ্যোতি সিনহা। তিনি জানান- ১৫ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে থাকবে চলচ্চিত্র বিষয়ক মাস্টার ক্লাস, চলচ্চিত্র বিষয়ক মতবিনিময় সভা, ১০টি জেলায় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা, চলচ্চিত্র নিয়ে মুক্ত আলোচনা ও চলচ্চিত্র আড্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *