সুরমার ঢেউ :: হবিগঞ্জে অভিযান দেখে ওটিতে রোগী রেখে পালালেন চিকিৎসক-স্টাফ। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ছাড়াই স্টাফ দিয়ে সিজার অপারেশন করানোর অপরাধে ‘দ্য জাপান বাংলাদেশ হাসপাতালের’ ব্যবস্থাপককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখে পালিয়ে গেছেন চিকিৎসক। ২৫ জানুয়ারি বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হাসপাতাল ব্যবস্থাপকের নাম আরিফুল ইসলাম আরিফ।
জেলা সিভিল সার্জন ডা. নুরুল হক জানান, হবিগঞ্জ শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘দ্য জাপান বাংলাদেশ হাসপাতালের’ বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুসহ নানা অভিযোগ ছিল স্বাস্থ্য বিভাগের কাছে। বুধবার বিকালে সেখানে তিনি গিয়ে দেখেন, রোগীর সিজার চলছে। নিয়ম অনুযায়ী সিজার বা অপারেশনের সময় একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও সার্জন থাকার কথা। কিন্তু সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক উম্মে কাসমিয়া জাহান অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ছাড়া সাধারণ নার্স ও আয়াদের সহযোগিতা নিয়ে সিজার করছিলেন। সিভিল সার্জনের উপস্থিতি টের পেয়েই চিকিৎসক উম্মে কাসমিয়া জাহান ও অপারেশন থিয়েটারে থাকা অন্য স্টাফরা পালিয়ে যান। এ সময় হাসপাতালের ব্যবস্থাপক আরিফুল ইসলাম আরিফকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়। এছাড়া, হাসপাতালের নিজস্ব কোনও চিকিৎসক, নার্স ও লাইসেন্স নবায়ন না থাকায় সিভিল সার্জন বাদী হয়ে হাসপাতালের মালিক ও কর্মকর্তাদের নামে একটি নিয়মিত মামলা করেছেন।