সিকিমে একাধিক সন্তান নিলে পুরষ্কার দেয়ার পরিকল্পনা

সিকিমে একাধিক সন্তান নিলে পুরষ্কার দেয়ার পরিকল্পনা

সুরমার ঢেউ :: ভারতের সিকিমে সরকারি নারীকর্মীরা একের বেশি সন্তান জন্ম দিলে তাদের পুরষ্কার দেয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ভারতের অনেক রাজ্যেই জনবিস্ফোরণ ঘটছে। তবে সিকিমে পরিস্থিতি উল্টো। এজন্য রাজ্যের সরকারি নারীকর্মীরা যদি দুটি বা তার বেশি সন্তানের জন্ম দেন, তাহলে তাদের পুরস্কৃত করা হবে। নারীদের জন্য বিশেষ এ সুবিধার প্রস্তাব দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ। প্রস্তাব অনুযায়ী, কোনো নারী দ্বিতীয় সন্তানের জন্ম দিলে এক দফা ইনক্রিমেন্ট। তৃতীয় সন্তানের জন্ম হলে আবারও আর্থিক পুরস্কার। এছাড়া রাজ্যটিতে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটিও বৃদ্ধি করা হয়েছে। এ অনুযায়ী, সিকিমের সরকারি কর্মীরা এবার থেকে ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। পাশাপাশি একমাস করা হয়েছে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ।
মুখ্যমন্ত্রী তামাংয়ের বলেছেন, রাজ্যের লোকসংখ্যার কথা ভেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কমে যাওয়া ফার্টিলিটি রেট আমাদের বাড়াতেই হবে। তাই বেশি সন্তানের জন্ম দিলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। তিনি জানান- এরই মধ্যে যারা একাধিক সন্তানের জন্ম দিয়েছেন, তারাও এই আর্থিক সুবিধা পাবেন। সিকিমের হাসপাতালগুলোতে আইভিএফ সেবা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে, এ আর্থিক সুবিধা এক সন্তানের মা হলে পাওয়া যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *