বিশ্বের শীর্ষ নিরাপদ শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী

বিশ্বের শীর্ষ নিরাপদ শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী

সুরমার ঢেউ :: বিশ্বের শীর্ষ নিরাপদ শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী। বিশ্বের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান নিয়ে আন্তর্জাতিক পরিসংখ্যান তথ্য সংস্থা ‘গ্লোবাল স্ট্যাটিস্টিক ডাটাবেস নাম্বেও’ এর প্রকাশিত ২০২৩ সালের সমীক্ষার ফলাফলে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ষষ্ঠবারের মতো শীর্ষে রয়েছে। বিশ্বের ৪১৬টি শহরের মধ্যে এ সমীক্ষা পরিচালিত হয়। জীবনযাত্রার মানের সূচকগুলির মধ্যে রয়েছে জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যসেবা, জলবায়ু, ট্রাফিক, দূষণ এবং নিরাপত্তা। ক্রমাগত কম অপরাধের হারের দিক দিয়ে সংযুক্ত আরব আমিরাতের অন্য তিনটি শহরও বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ শহরের তালিকায় স্থান পেয়েছে। যথাক্রমে আজমান চতুর্থ, শারজাহ পঞ্চম এবং দুবাই অত্যন্ত সম্মানজনকভাবে সপ্তম স্থান দখল করেছে। সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তার দিক দিয়ে সামগ্রিকভাবে সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। যা বিশ্বের ৮৪টি দেশের মধ্যে কাতারের পরের অবস্থান। ফিলিপাইনের ম্যানিলা জীবনমানের সূচকে সর্বনিম্ন স্কোর অর্জন করেছে। নাইজেরিয়ার লাগোস এবং লেবাননের বৈরুত থেকে সামান্য পিছিয়ে। ওদিকে পাকিস্তানের শহর ইসলামাবাদ ১৩৩তম, লন্ডন ১৫৩তম, জ্যাকসনভিল, ফ্লোরিডা ১৫তম, ভারতের ব্যাঙ্গালোর ১৩৮তম , মুম্বাই ২৩৩তম ও ১৭২তম স্থানে রয়েছে প্যারিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *