আফগানিস্তানে নারী এমপি মুরসাল নবীজাদাকে গুলি করে হত্যা

আফগানিস্তানে নারী এমপি মুরসাল নবীজাদাকে গুলি করে হত্যা

সুরমার ঢেউ সংবাদ :: আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হবার পর থেকে নারীদের ব্যাপারে একের পর এক রক্ষণশীল পদক্ষেপ নিচ্ছে তালেবান সরকার। এরই মধ্যে সম্প্রতি দেশটির কাবুলে এক নারী এমপিকে গুলি করে হত্যা র মতো ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় ১৫ জানুয়ারি রোববার দেশটির রাজধানী কাবুলে নিজ বাড়িতে দেহরক্ষীসহ ওই এমপি হত্যা র শিকার হন বলে এক প্রতিবেদেন জানিয়েছে বিবিসি।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর আফগনিস্তানে যে কজন নারী এমপি ছিলেন তার মধ্যে ৩২ বছর বয়সী মুরসাল নবীজাদাও একজন। পুলিশ জানিয়েছে, মুরসালের ভাই ও তার আরেক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তালেবান ক্ষমতায় আসার পর সুযোগ থাকা সত্ত্বেও দেশ না ছাড়া নবীজাদাকে আফগানিস্তানের জন্য এক নির্ভিক সৈনিক আখ্যা দিয়েছেন তার সাবেক সহকর্মীরা। ২০১৮ সালে নানগারহার থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। তালেবান আসার আগে পর্যন্ত এ পদে ছিলেন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। কাজ করেছেন মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান শুরুর পর গত দুই দশক ধরে আফগানিস্তানের অনেক উচ্চ পদে ছিলেন নারীরা। তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় এলে তাদের একে একে সব জায়গা থেকে সরিয়ে দেয়া হয়। দেশ ছেড়ে চলে যান অনেক নারীই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *