সুনামগঞ্জে মরমী কবি হাছনরাজার মৃত্যু শতবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুনামগঞ্জে মরমী কবি হাছনরাজার মৃত্যু শতবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জে মরমী কবি হাছনরাজার মৃত্যু শতবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও হাছনরাজা ট্রাস্টের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ১৪ জানুয়ারি শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্য রাখেন, হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সংগীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তি ও সাবেক কাউন্সিল আব্দুল্লাহ আল নোমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী, রূপশ্রী রায়, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ। উপস্থিত ছিলেন লোকদল শিল্পী গোষ্ঠীর সভাপতি বিধান চন্দ বণিক, সংগীত শিল্পী দীপায়ন চৌধুরী চয়ন, কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, থিয়েটার সুনামগঞ্জের সহ দলনতা দীপান্বিতা দে হিয়া, তাজকিরা হক তাজিন প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *