মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তপন-সাধারণ সম্পাদক সামায়েল। ২৯তম জেলা সম্মেলনের মধ্য দিয়ে তপন দেবনাথকে সভাপতি এবং সামায়েল রহমাননকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের মেয়র মুক্তমঞ্চে ২৯তম জেলা সম্মেলনের এবারের প্রাতিপাদ্য ছিল ‘বন্ধু মিছিলে এসো ধরো স্লোগান রুখো সন্ত্রাস-দখলদারিত্ব-শিক্ষাবাণিজ্য- আগ্রাসন।’ মেয়র মুক্তমঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুতফুর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কৈরী’র সভাপতিত্বে ও প্রস্তুতি পরিষদের আহ্বায়ক তপন দেবনাথ’র সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এস এম শুভ, ৪১তম ঐক্যবদ্ধ জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অনিক রায়, আহ্বায়ক সুমাইয়া সেতু, কেন্দ্রীয় সংসদের সদস্য পিনাক দেব, শ্রীমঙ্গল উপজেলা সংসদের সাধারণ সম্পাদক স্বাধীন দেব, কমলগঞ্জ উপজেলা সংসদের সভাপতি সামায়েল রহমান প্রমুখ। পরে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তপন দেবনাথকে সভাপতি, সামায়েল রহমানকে সাধারণ সম্পাদক ও সজিব চন্দকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য পিনাক দেব।