সুরমার ঢেউ সংবাদ :: ৬৫ বছরের বেশি বয়সীদের হজ্ব পালনের নিষেধাজ্ঞা উঠে গেছে। ৯ জানুয়ারি সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ৯টায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক এক বৈঠকে দুই দেশের মধ্যে এ বছরের হজ্ব চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি সরকারের ওমরা ও হজ মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আল রাবিহা। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ্ব পালন করতে পারবেন। একই সঙ্গে উঠে গেছে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ্ব পালনের নিষেধাজ্ঞা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ তথ্য জানান।