হবিগঞ্জের মাধবপুরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

হবিগঞ্জের মাধবপুরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

সুরমার ঢেউ সংবাদ :: হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন কৃষি জমি, নদী, খাল, ছড়া থেকে বড় বড় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসন থেকে কোনো প্রকার অনুমতি না নিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশে ঘটছে চরম বিপর্যয়। অন্যদিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। রাতের আঁধারে ট্রাক, ট্রলি দিয়ে গ্রামীণ সড়কগুলো দিয়ে বালু পাচার করায় রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামের বাসিন্দা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম তার বাড়ির পাশে কৃষি জমিতে তৈরি করেছেন পুকুর। ওই পুকুর থেকে বড় বড় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেনতিনি। কৃষি জমিকে পুকুর করতে শ্রেণি পরিবর্তনের নিয়ম থাকলেও তিনি সেই নিয়ম না মেনেই তৈরি করেছেন পুকুর। সেখানে বড় বড় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জানান, এভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *