সুরমার ঢেউ সংবাদ :: শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। এ লক্ষ্যে ৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী ও মহরম খাঁন মিলনায়তনে তফসিল ঘোষণা করেন রিটানিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারীরা ১১ জানুয়ারি বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়, পরদিন ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যাছাই বাছাই, ১৫ জানুয়ারি রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও একই দিন বিকাল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারী সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনষ্ঠিত হবে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও ২ জন সদস্য দেশের বাইরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।