হবিগঞ্জের আজমিরিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল ও নগদ অর্থ চুরির অভিযোগ

হবিগঞ্জের আজমিরিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল ও নগদ অর্থ চুরির অভিযোগ

সুরমার ঢেউ সংবাদ :: আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউপি চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে বরাদ্দের চাল ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইতিমধ্যে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হবিগঞ্জ স্থানীয় সরকার শাখা। হবিগঞ্জ স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. তুহিন হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়- ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ের চাল ও টাকা আত্মসাতের বিষয় তদন্তের জন্য আজমিরিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। পত্রে অভিযোগের বিষয়টি তদন্তক্রমে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়।
প্রসঙ্গত- অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে শাহানুর মিয়া গত বছরের ২৩ অক্টোবর বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুস্থ-অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত ৮ টন চাল ও নগদ ৮৫ হাজার ১শ টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *