মৌলভীবাজারে মনু প্রকল্পের ভেতর সেচ খালে এখনও পানি সরবরাহ না করায় ব্যাহত হচ্ছে বোরো চাষ

মৌলভীবাজারে মনু প্রকল্পের ভেতর সেচ খালে এখনও পানি সরবরাহ না করায় ব্যাহত হচ্ছে বোরো চাষ

ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে মনু প্রকল্পের ভেতর সেচ খালে এখনও পানি সরবরাহ না করায় ব্যাহত হচ্ছে বোরো চাষ। প্রকল্পের আওতাভুক্ত মৌলভীবাজার সদর উপজেলার ১০-১২টি গ্রামের কৃষক পানির অভাবে বোরো চাষ কার্যক্রম শুরু করতে না পারায় চরম অনিশ্চয়তায় আছেন। সময় দ্রুত চলে যাচ্ছে, ধানের চারারও বয়স বাড়ছে কিন্তু, এখন পর্যন্ত সেচ খালে পানি সরবরাহ হচ্ছেনা। চাষাবাদের ভরা মৌসুমেও পানি না পাওয়াতে ৭ জানুয়ারি শনিবার সন্ধার পর মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদরের নেতৃবৃন্দ। এখন প্রতিটি দিনই কৃষকের জন্য গুরুত্বপূর্ণ। হালি চারার বয়স বাড়ার কারণে ফসলের পরিমাণ কমে যাবে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই কৃষকের স্বার্থে বোরো চাষ নিশ্চিত করতে দ্রুত পানি সরবরাহের কোন বিকল্প নেই।’
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ‘প্রকল্পের সেচ খালগুলোতে পানি প্রবাহে কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা সেগুলো অপসারণে একাদিক টিম নিয়ে কাজ করছি। আমি প্রতিদিনই একাধিকবার সাইটগুলো পরিদর্শন করছি। আশাকরি এক সপ্তাহের ভেতরে আমরা পুরোপুরি পানি সরবরাহ করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *