ব্রিটেনে কেজ ওয়ারিয়র্সের বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী বংশদ্ভুত বৃটিশ নাগরিক সুনামগঞ্জের শাজ

ব্রিটেনে কেজ ওয়ারিয়র্সের বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী বংশদ্ভুত বৃটিশ নাগরিক সুনামগঞ্জের শাজ

সুরমার ঢেউ সংবাদ :: ব্রিটেনে কেজ ওয়ারিয়র্সের বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী বংশদ্ভুত বৃটিশ নাগরিক সুনামগঞ্জের সৈয়দ সাজিদুল হক শাজ। তিনি ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে কেজ ওয়ারিয়র্সের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়নশিপে যাবার পথে ইংল্যান্ডের স্যাম ক্রিসিকে পরাজিত করেন। চ্যাম্পিয়নশিপের লড়াইটি লন্ডনে নববর্ষের প্রাক্কালে হয়েছিল।
শাজ ছয় বছর আগে একই প্রতিপক্ষ ক্রিসির সাথে লড়াই করেছিলেন এবং সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে জিতেছিলেন। ‘সুপারম্যান’ খ্যাত শাজ ইংল্যান্ডের সাউথ শিল্ডসে বসবাস করে আসছেন। তিনি সেখানে অঈঊ গগঅ নামে একটি শারীরিক ফিটনেস সেন্টারের প্রধান কোচও। সৈয়দ সাজিদুল হক শাজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান। তার পিতা সৈয়দ আদরাফুল হক ও মাতা সৈয়দা শাহিদা খাতুন। আগামী চ্যাম্পিয়নশিপ ‘ইউএফসি স্টেজ-২০২৩’ এ তার অভিষেক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *