জগন্নাথপুরে বোরো জমিতে নির্মাণ হচ্ছে কৃষি ইনস্টিটিউট

জগন্নাথপুরে বোরো জমিতে নির্মাণ হচ্ছে কৃষি ইনস্টিটিউট

সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় এ মেগা প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। জানা গেছে- জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা হাওরে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হচ্ছে। বর্তমানে চলছে জমি অধিগ্রহণ কাজ। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার জানান- উপজেলার নারিকেলতলা হাওরে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ১৫.১৫ একর জমির উপর নির্মাণ হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখন চলছে জমি অধিগ্রহণের কাজ। তা শেষ হলে শুরু হবে ভবন নির্মাণ কাজ। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে জগন্নাথপুরে রীতিমতো কৃষি বিপ্লব ঘটবে। তবে, সরেজমিনে স্থানীয়দের মধ্যে অনেকে জানান- এ প্রকল্পটি বাস্তবায়ন হলে একদিকে উন্নয়ন হলেও অন্যদিকে আবাদি জমির পরিমাণ কমে যাবে। কারণ, যেখানে কৃষি ইনস্টিটিউটের স্থান নির্ধারণ করা হয়েছে, তা পুরোটাই বোরো জমি- যা প্রতি বছর আবাদ হয়ে আসছিল। এবার থেকে আর জমিতে ধান রোপন হচ্ছেনা। যদিও অনেকে বীজতলা তৈরি করে ধানের চারা বপন করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *