আফগানিস্তানে নারী এনজিওকর্মীদের নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে নারী এনজিওকর্মীদের নিষিদ্ধ করলো তালেবান

সুরমার ঢেউ সংবাদ :: এবার দেশটির নারী এনজিওকর্মীদেরকেও নিষিদ্ধ করেছে তালেবান। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় বসার পর থেকে দেশটির শাসন প্রক্রিয়ায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এরমধ্যে গত সপ্তাহে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষা বন্ধের বিষয়টি আলোচনায় আসে। এবার নারী এনজিওকর্মীদেরকেও নিষিদ্ধ করা হলো। নারী এনজিওকর্মীরা তালেবানের বেধে দেওয়া পোশাক বিধি অমান্য করছেন দাবি করে এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের ক্ষমতায় থাকা এই ধর্মকেন্দ্রিক উগ্রবাদী গোষ্ঠী।
গত সপ্তায় আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ করে তালেবান। এর কয়েকদিন পর নারী এনজিওকর্মীদের নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে তালেবান। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, দেশি এবং বিদেশি কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় মেয়েরা কাজ করতে পারবে না। ইসলামি পোশাকরীতি মেনে নারীরা কর্মক্ষেত্রে না আসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশি বা বিদেশি যে কোনো এনজিওর জন্য এ নির্দেশনা প্রযোজ্য। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা না মানলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে বলেও জানিয়েছে তালেবান।
এদিকে নারীদের উপর তালেবানের সর্বশেষ এসব নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছেন বহু নারী। আফগানিস্তানের একটি এনজিওর প্রশিক্ষক মালিহা নিয়াজি তালেবানের এ ঘোষণাকে একটি কটি হৃদয়বিদারক ঘোষণা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা কি মানুষ নই? কেন তারা আমাদের সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করছে ? এর আগে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষণা করার পর আফগানিস্তানের কয়েকটি শহরে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন নারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *