ছালেহ আহমদ সেলিম, বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারে “উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ১৯ ডিসেম্বর সোমবার। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবল সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় সেমিনারটির আয়োজন করে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)। মৌলভীবাজার জেলা নাসিব সভাপতি সাংবাদিক বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সেকুল ইসলাম তালুকদারের পরিচালনায় জেলা জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটোরিয়ামে।
অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন এনপিও মহপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, আলোচক ছিলেন পূবালী ব্যাংক লিঃ এর এজিএম, এডভোকেট ড. মোহাম্মদ আবু তাহের এবং মৌলভীবাজার সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত শংকর বড়ুয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও’র উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোছাঃ আবিদা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও লেখক সরওয়ার আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক অলক এ.কে, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সদস্য দুরুদ আহমেদ প্রমুখ।