মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো জনপ্রিয় চ্যানেল এনটিভি

মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো জনপ্রিয় চ্যানেল এনটিভি

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো জনপ্রিয় চ্যানেল এনটিভি। শীতের আগমনী বার্তা যখন জানান দেয় ঠিক তখনি প্রেমনগর চা বাগান এলাকায় অসহায় ও হতদরিদ্র শীতার্ত ২ শত চা শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করেছে এনটিভি পরিবার। এনটিভি বিনোদন ও সংবাদের পাশাপাশি সকল সময় মানবিক আবেদনে সাড়া দিয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর রোববার মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানের নাচঘর প্রাঙ্গনে অসহায় শীতার্ত ২ শত চা শ্রমিক পরিবারের মাঝে এনটিভি পরিবারের কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এনটিভি’র স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেমনগর চা বাগানের ব্যবস্থাপক মোঃ রাশেদুল হাসান রনি, জেলা পলিসি ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন ও প্রেমনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুবাশ কর্মকার।
জেলা প্রশাসক তার বক্তব্যে এনটিভি পরিবারের সু-শৃংঙ্খল ভাবে কম্বল বিতরণের প্রসংসা করে বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারি ভাবে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো একটি ব্যতিক্রমী উদ্যোগ। শীত এখনও জেঁকে বসেনি, আগামী সপ্তাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। শীতের তীব্রতার আগেই এনটিভি পরিবার চা শ্রমিকদের হাতে কম্বল তুলে দেয়া সময়োপযোগী কাজ। তিনি আরো বলেন, এ বছর সরকারি ভাবে জেলায় ৩৫,২৮০টি কম্বল বরাদ্ধ এসেছে। এনটিভি পরিবার শুধু একটি চা বাগানে ২ শত পরিবারের মধ্যে কম্বল বিতরণের কাজ ক্ষুদ্র হিসেবে দেখার বিষয় নয়। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
কম্বল বিতরণের আগে এনটিভি পরিবারের পক্ষে পৌছে দেয়া হয় দুঃস্থ ও হতদরিদ্র শীতার্ত চা শ্রমিক পরিবারের মধ্যে একটি করে কার্ড। আর, এসব কার্ড নিয়ে চা শ্রমিকরা অত্যন্ত সুশৃংঙ্খলভাবে একে একে নিয়ে যান শীত নিবারণের জন্য কম্বল। উল্লেখ্য- প্রতিবছর ডিসেম্বর মাসের মাঝামাঝি শুরু হয় শীতের তীব্রতা। নেমে আসে এ অঞ্চলের দেশের সর্বনিম্ম তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *