সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জ জেলর জগন্নাথপুর উপজেলায় পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে ১০ ডিসেম্বর শনিবার। এ পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয় উপজেলার মিরপুর ইউনিয়নের হাপাতিয়া হাওরের বান্দের খালে। এতে স্থানীয় বিভিন্ন গ্রামের সৌখিন মাছ শিকারিরা অংশ নেন। শীতল পানিতে নেমে সারিবদ্ধভাবে প্রতিযোগিতামূলক দেশীয় মাছ ধরা হয়। পানির নিচে পলোর ভেতরে মাছ পড়লে অত্যন্ত কৌশলে ধরেন শিকারিরা। এ সময় একজনের পলোর নিচে মাছ পড়লে অন্যজন সহযোগিতা করে ধরে দেন। এতে কমবেশি প্রায় সবাই মাছ পেয়ে আনন্দিত হন। এ পলো বাওয়া উৎসব দেখতে খাল পাড়ে অবস্থান করেন স্থানীয় উৎসুক জনতা।