নবীগঞ্জে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় উত্তপ্ত পরিস্থিতি

নবীগঞ্জে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় উত্তপ্ত পরিস্থিতি

সুরমার ঢেউ সংবাদ :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি গঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার রাত ১১টায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটি অনুমোদন দেয় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। ঠিক এক ঘন্টার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে একটি অংশ। অভিযোগ উঠেছে ইডিট করে নকল স্বাক্ষরে এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়- রোববার নবীগঞ্জ পৌর ছাত্রলীগ ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন সুব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. হাসান মিয়া তালুকদার ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম তালুকদার। নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন মো মনসুর হাসান, সাধারণ সম্পাদক আবু মেহের পনির ও সাংগঠনিক সম্পাদক হৃদয় দাশ।
একদিন পরে ৫ ডিসেম্বর সোমবার রাত ১০টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন করে। আহবায়ক পদে নাজিম উদ দৌলা চৌধুরী, যুগ্ম-আহবায়ক পদে সজীব খান, মো. সৈকত আহমেদ ও ইমরান আহমেদ রেজা নির্বাচিত হন।
জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির একঘন্টা পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নবীগঞ্জ উপজেলা কমিটি ও নবীগঞ্জ পৌর কমিটির একটি প্রেস বিজ্ঞপ্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর কিছুক্ষণ পরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির আগের তারিখ উল্লেখ করে উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়ন, করগাঁও ইউনিয়ন ও কুর্শি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটিকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাংশ বাজারে রাত ১২টায় একটি প্রতিবাদ মিছিল বের করে এবং মহড়া দেয়।এ অবস্থায় নবীগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতংক।
বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান- আমরা জেলা ছাত্রলীগ থেকে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করে প্রকাশ করি৷ এর একঘন্টা পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর সুপার এডিট করে সম্পূর্ণ ফেইক প্রেস রিলিজ প্রকাশ করে একটি চক্র- যা পুরোপুরি ভিত্তিহীন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যেকোন কমিটি ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে প্রকাশ করে থাকেন। আর, এখন ৩০তম সম্মেলন নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যারা অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *