মৌলভীবাজারে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজারে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ইশরাত জাহান চৌধুরী :: মৌলভীবাজারে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ৫ ডিসেম্বর সোমবার দুপুরে। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এ প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রবাসীরা আত্মীয়স্বজন ও দেশের মায়া ত্যাগ করে দূর প্রবাসে যান পরিবারে সচ্ছলতা ফেরাতে। তাদের কষ্টার্জিত টাকায় উন্নতি হচ্ছে তাদের পরিবারের। পাশাপাশি অগ্রসর হচ্ছে দেশ। প্রবাসীদের যথাযথ সম্মান ও তাদের শ্রমের বিনিময়ে পাওয়া অর্থ নিরাপদ রাখতে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গতিশীল করা হচ্ছে।
মৌলভীবাজার জেলায় ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রবাসে আছেন ২ লক্ষ ৫ হাজার ২৪জন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ জেলায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই ৪ মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় ২০৩ কোটি টাকা। বিজয়ের মাসে মাসব্যাপী চলমান কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোর ইউএনও, ইউপি চেয়ারম্যানসহ সকলকে সম্পৃক্ত করা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ১০ জন প্রবাসীদের ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে হোয়াটসঅ্যাপ, ইমেইলসহ প্রয়োজনীয় তথ্য নিয়ে কাজ শুরু করা হবে। এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে এবং জেলার প্রত্যেক প্রবাসীদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রবাসীদের সাথে যোগাযোগ করা হবে, যাতে তারা উৎসাহিত হয়ে হুন্ডি বা অবৈধ পথে যেন দেশে টাকা না পাঠান। সে বিষয়ে অনুরোধ করা হবে প্রবাসীদের।
প্রেস কনফারেন্সে জেলা কর্মসংস্থান কর্মকর্তা মোশাররফ হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *