মৌলভীবাজারে ইমজা’র সভাপতি তমাল ফেরদৌস দুলাল-সাধারণ সম্পাদক আহমদ আফরোজ

মৌলভীবাজারে ইমজা’র সভাপতি তমাল ফেরদৌস দুলাল-সাধারণ সম্পাদক আহমদ আফরোজ

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) এর নব-নির্বাচিত সভাপতি তমাল ফেরদৌস দুলাল (নির্বাচিত)-সাধারণ সম্পাদক আহমদ আফরোজ (বিনা প্রতিদ্বন্ধিতায়)। একজন প্রার্থী সালেহ এলাহী কুটি (দেশ টিভি) সহকর্মীদের কাছে আগে থেকেই নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন- যদিও নির্বাচন কমিশনের কাছে প্রার্থীতা প্রত্যাহার করেননি।
৩০ নভেম্বর বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলণায়তনে প্রথম পর্বে সংগঠনের সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদের সভাপতিত্বে সাধারণ সভা শেষে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় আয়ব্যয়ের হিসাবনিকাশ উপস্থাপন করে করে বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক বকসি মিছবাহুর রহমান। দ্বিতীয় পর্বে শুধুমাত্র সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে তমাল ফেরদৌস দুলাল বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সৈয়দ মহসিন পারভেজ। অন্যান্য সকল পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি ) ও ইমন দেব চৌধুরী (বৈশাখী টিভি), সাধারণ সম্পাদক আহমদ আফরোজ (যমুনা টিভি), সহ-সাধারণ সম্পাদক জাফর খাঁন (বিজয় টিভি) ও সঞ্জয় কুমার দে (মাইটিভি), কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি), সদস্য এম এ সালাম (চ্যানেল আই), পান্না দত্ত ( ডিবিসি টিভি), শাহ অলিদুর রহমান (সময় টিভি) ও হাসানাত কামাল (বিটিভি )।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার প্রেক্লাবের সাবেক সদস্য, সাবেক সাংবাদিক, বর্তমানে রাজনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আকমল হোসেন নিপু (প্রথম আলো) ও নজরুল ইসলাম মুহিব (ইত্তেফাক)।
নব-নির্বাচিত সভাপতি তমাল ফেরদৌস দুলাল প্রায় ৩০ বছর যাবৎ সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি দৈনিক যুগভেরী, দৈনিক রূপালী, দৈনিক আমাদের সময় ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি। বর্তমানে তিনি মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি, দৈনিক দেশবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ এর নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্বরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *