মালয়েশিয়ার পেরাক ট্রেড ফেয়ারে বাংলাদেশি পণ্য

মালয়েশিয়ার পেরাক ট্রেড ফেয়ারে বাংলাদেশি পণ্য

সুরমার ঢেউ সংবাদ :: জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার পেরাক রাজ্যে অনুষ্ঠিতু হয়েছে ৪ দিনব্যাপী পেরাক ট্রেড ফেয়ার ২০২২। স্টেডিয়াম ইন্দিরা মুলিয়া ইপুহতে ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা আজ ৪ ডিসেম্বর শেষ হয়েছে। মেলায় বাংলাদেশ ফুড এন্ড বেভারেজ ও ট্রেডিং ক্যাটাগরিতে ২টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। এখানে প্রাণ ফুড এন্ড বেভারেজ প্রদর্শনী করবে এবং আরএফএল প্লাস্টিক পণ্য প্রদর্শনী করবে।
বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে আয়োজকদের বিশেষ আমন্ত্রণে মূলত এই মেলায় অংশ গ্রহণ। ৪ দিন ব্যাপী রাজ্যের এ মেলায় বাংলাদেশসহ বিভিন্ন ক্যাটাগরির আছে ৪০০ টি বুথ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩ টায় মেলার উদ্বোধন করেন পেরাক এক্সকো মেম্বার ওয়াইবি লোহ জি ই।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের বিশেষ আমন্ত্রণে অংশ নেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সরোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তান শ্রী দাতো ‘লো কিয়ান, চুয়ান, পেরাক চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিসিআই) সভাপতি দাতো’ লিউ চি মিং ডিম্প এএমপি। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষসহ রাজ্যের ব্যবসায়িক নেতারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ারের সাথে প্রধান অতিথি পেরাক এক্সকো মেম্বার ওয়াইবি লোহ জি ই, এসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মালয়েশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশের স্টল ঘুরে দেখেন। এসময় তারা মালয়েশিয়ায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *