শ. ই. সরকার জবলু :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বেড়াতে আসা পর্যটকসহ সকল শ্রেনীর অতিথিদের সেবা বিষয়ে সদ্য প্রতিষ্ঠিত ‘টি ভ্যালী রেস্টুরেন্ট এন্ড বাজার’র মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায়
‘টি ভ্যালী রেস্টুরেন্ট এন্ড বাজার’র ২য় তলায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এম এ রকিব গ্রাহক সেবা বিষয়ে সাংবাদিকবৃন্দকে বিস্তারিত অবহিত করেন। এসময় প্রতিষ্ঠানের দুই অংশীদার শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল বাছিত ও শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর এম এ সালাম উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা এম এ রকিব বলেন- আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতার পাশাপাশি ট্যুরিজমের সাথে জড়িত। তাই পর্যটকের চাহিদা প্রতিনিয়তই আমাকে পিড়া দিত। সেইথেকে আমি নিরিবিলি, মনোরম পরিবেশে পর্যটক বান্ধব একটি প্রতিষ্ঠান করার স্বপ্ন বুনতে থাকি।
নিজের সীমিত সম্বলকে সঙ্গী করে শহরের কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। তাদের স্বতঃস্ফুর্ত সহযোগিতা এবং পরামর্শ নিয়ে চলতি বছরের শুরুর দিকে কাজ শুরু করি। দীর্ঘ কর্মযজ্ঞের পর আজ আমরা সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে পেড়েছি। এজন্য শুকরিয়া মহান সৃষ্টিকর্তার প্রতি। এটি বাস্তবায়ন করতে আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি বিশ্বাস করি ইংরেজিতে একটা কথা আছে “ইম্পসিবল ইজ নাথিং”। তবে, স্বপ্ন দেখে শুরু করাটা ছিল বিশাল চ্যালেঞ্জিং। আমি আশাকরি আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে এ প্রতিষ্টানটি দিয়ে দেশ এবং বিদেশের মানুষের কাছে শ্রীমঙ্গলের সুণাম অর্জন করতে পারবো। সারা দেশের মধ্যেই শ্রীমঙ্গল আলাদা একটা পরিচিতি বহন করে। বিশেষ করে শ্রীমঙ্গলকে বলা হয়ে থাকে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটক নগরী। শ্রীমঙ্গলে রয়েছে প্রকৃতিক সৌন্দর্যের এক অপরুপ লীলাভূমি। এখানকার পরিবেশ, পরিস্থিতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ছাড়াও দেশের অন্য যেকোন এলাকা থেকে এখানকার সকল ধর্মের মানুষের মধ্যে রয়েছে সম্প্রীতির এক অন্যন্য উজ্জল দৃষ্টান্ত।
বিজয়ের মাস জুড়ে “টি ভ্যালী রেস্টুরেন্ট” বিভিন্ন খাবারের বিশেষ অফার চালু করেছে। আশা করছি আমাদের “টি ভ্যালী বাজার’ও স্বল্প সময়ের মধ্যেই চালু করতে পারবো এবং সেখানেও নিত্যপণ্যের বাজার-সদাই করলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসিকে জানিয়ে দিতে চাই- যারা কর্পোরেট ট্যুরে চায়ের রাজ্য শ্রীমঙ্গল ভ্রমন করতে আসবেন তারা অগ্রিম বুকিং দিয়ে আসলে পেয়ে যাবেন বিশেষ অফারটি। আর, যারা বুকিং ছাড়া শ্রীমঙ্গলে বেড়াতে আসবেন তাদেরকে অনুরোধ করবো ‘টি ভ্যালী রেস্টুরেন্ট’র খাবারের স্বাদ গ্রহন করতে। গতানুগতিক ধারাবাহিকতাকে অতিক্রম করে কোলাহলমুক্ত, নিরিবিলি, মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে আমরা সর্বদা অঙ্গিকারাবদ্ধ। আমাদের রয়েছে সুবিশাল এসি ফ্যামিলি/পার্টি হল, ডাইনিং স্পেস, সাধারন হলরুম, নামাজের স্থান, সেলফি ও প্লে-জোনসহ নিজস্ব গাড়ি পার্কিং সুবিধা।
রকিব বলেন- মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বলে থাকেন এবং তরুনদেরকে উৎসাহ দেন যে, চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর সেই কথাগুলো আমাকে দারুনভাবে উদ্বুদ্ধ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের আরো বলে থাকেন, যেকোন প্রোডাক্ট বা বিজনেস লোগো ব্র্যান্ডিং করতে। আমরা চেষ্টা করেছি সুন্দর একটা লোগো করতে। আমরা দু’টি পাতা একটি কুড়ি সংযুক্ত করে লোগো করেছি। আপনাদের সহযোগিতা নিয়ে সেটিকে ব্র্যান্ডিং করতে চাই।