ছালেহ আহমদ সেলিম, বিশেষ প্রতিনিধি :: রিকশা থেকে নেমে সড়ক পাড় হবার জন্য ঘুরে দাড়াচ্ছিলেন এক গৃহবধু। সাথে শক্ত হাতে ধরা ছিলো কন্যাশিশু। ওই মুহুর্তে দ্রুতগামী মিনিবাস পেছন থেকে চাপা দেয় গৃহবধুকে। ছিটকে পড়ে আহত হয় হাত ধরে রাখা তার কন্যাশিশুটি। ঘটনাস্থলেই নিহত ওই গৃহবধুর সাথে চিরতরে ছিন্ন হয় কন্যাশিশুটির মাতৃত্বের বন্ধন।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ ৩ ডিসেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার-সিলেট সড়কের মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় সরকারি খাদ্য গুদামের সামনে। নিহত গৃহবধুর নাম রাহেলা বেগম (৪০)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার জুনেদ মিয়ার স্ত্রী। রাহেলা বেগম মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামে তার ভাইয়ের বাড়িতে বসবাসরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- নিহত রাহেলা বেগম কন্যাশিশুকে নিয়ে রিকশা থেকে নেমে সড়ক পাড় হবার জন্য ঘুরে দাড়ানোর মুহুর্তে দ্রুতগামী একটি মিনিবাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুরুতর আহত হয় তার সাথে থাকা ৭ বছর বয়সী কন্যাশিশু। আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক মিনিবাস চালক ঘটনার সাথে সাথেই পালিয়ে যায়। ঘাতক মিনিবাসটি আটক করে থানায় নিয়েছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।