মৌলভীবাজারে ‘ভূমি সংক্রান্ত গণশুনানি’ অনুষ্ঠিত

মৌলভীবাজারে ‘ভূমি সংক্রান্ত গণশুনানি’ অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ‘ভূমি সংক্রান্ত গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে ২৮ নভেম্বর সোমবার। মৌলভীবাজারের ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ গণশুনানি চলে। গণশুনানি অনুষ্ঠান সমন্বয় করেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হাবিবুর রহমান এমপি, নেছার আহমদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, খান মোহাম্মদ শুভ এমপি, অতিরিক্ত সচিব আব্বাস উদ্দিন, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাশ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরমেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। এতে সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, কৃষক, ভূমিহীন, হিজড়া সম্প্রদায়ের লোকজনসহ নানা প্রান্তের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে মৌলভীবাজারের ভূমি সংক্রান্ত সমস্যা এবং করণীয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন- নানা কারণে মৌলভীবাজারের জমির শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে। হাওরের মাছের জলাভূমি কৃষি জমিতে রূপান্তর হচ্ছে। পরবর্তীতে সেখানে বাড়িঘর উঠছে। এছাড়া কৃষিজমিতে অপিকল্পিতভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংসদীয় স্থায়ী কমিটিকে অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *