জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা দিবে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা দিবে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

সুরমার ঢেউ সংবাদ :: আগামী ডিসেম্বর ২০২২ এর প্রথম সপ্তাহে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে জন্মগত হৃদরোগ সম্বলিত গরিব শিশু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা (হার্টের ছিদ্র বন্ধকরণ) প্রদান করা হবে। ২ বছরের উর্ধে শিশু রোগীদের আগ্রহী অভিভাবকগণকে আগামী ১৫ নভেম্বর এর মধ্যে হাসপাতালের রিসিপশন কাউন্টারে যোগাযোগ করে রোগীর যাবতীয় পরীক্ষী-নিরীক্ষা সম্পন্ন করণের জন্য অনুরোধ করা যাচ্ছে। এই বিষয়ে বিশেষ কোন তথ্য স্পষ্টিকরণের জন্য অত্র হাসপাতালের রিসিপশন কাউন্টার/সিনিয়র কনকালটেন্ট ডাঃ ফারজানা তাজিন এর সহিত যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। রিসিপশন কাউন্টার। মোবাইল ফোন : ০১৭৮৭-৪৮৭১১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *