মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

সুরমার ঢেউ সংবাদ :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা পরিষদ হল রুমে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগের সাবেক সভাপতি নাহিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হক, জেলা কৃষকলীগ সভাপতি শাহীন আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগ সভাপতি আসাদ হোসেন মক্কু, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ‘ঘাতকরা কতটা নির্লজ্য হয়ে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ ৪ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করে। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর আরেকটি কলঙ্কময় অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *